promotional_ad

নাঈমের ঘূর্ণিতে ইস্ট জোনের নাটকীয় জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের ব্যাটে তৃতীয় দিনে সহজ জয়ের দ্বারপ্রান্তে ছিল সেন্ট্রাল জোন। কিন্তু ইস্ট জোনের স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে সেই ম্যাচেও হেরে গেল সেন্ট্রাল জোন। নাঈমের ছয় উইকেটের সুবাদে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইস্ট জোন জিতেছে দশ রানের ব্যবধানে।


লক্ষ্য ছিল ১৯৯ রান। মিঠুন ও সৌম্যের নৈপুণ্যে আগের দিন সেন্ট্রাল জোন করে এক উইকেটে ৮৭ রান। মিঠুন ছিলেন ৪২ রানে, সঙ্গী সৌম্য ৩৩ রানে। ম্যাচের শেষদিনের প্রথম সেশনেও দাপট দেখান এই দুজন।


যদিও দুজনই ফিরেছেন নাঈমের ঘূর্ণিতে। ৭৩ রান করে সৌম্য বিদায় নেয়ার পর প্যাভিলিয়নে ফেরেন ৬০ রান করা মিঠুনও। দুজনই লেগ বিফোর উইকেটের শিকার। ১৪৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেন্ট্রাল জোনের ব্যাটিং লাইনআপ।


promotional_ad

সালমান হোসেন ইমন ১৮, তাইবুর রহমান ৪, অধিনায়ক শুভাগত হোম ৪ ও উইকেটরক্ষক জাকের আলী অনিক করেন এক রান। নাইমের পাশাপাশি তানভির ইসলামও তুলে নেন দুই উইকেট। ফলে ১৮৮ রানে থামে সেন্ট্রাল জোনের ইনিংস।


প্রথম ও দ্বিতীয় ইনিংসে ইস্ট জোন করে যথাক্রমে ২৪৫ ও ২২৭ রান। সেন্ট্রাল জোন নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছিল ১৮০ রান।


সংক্ষিপ্ত স্কোর-


বিসিবি ইস্ট জোন (প্রথম ইনিংস)- ২৪৫/১০ (৮৩.৫ ওভার) (দিপু ৭২, নাইম হাসান ৪০) (আবু হায়দার ৫/৯৩, মুরাদ ৩/৪৭)


ওয়াল্টন সেন্ট্রাল জোন (প্রথম ইনিংস)- ২২৭/১০ (ওভার ৮৯.৩ ওভারে) (জাকের ৯২, তাইবুর ৭৬; তানভির ৩/৪২, পায়েল ৩/৪৯)


বিসিবি ইস্ট জোন (দ্বিতীয় ইনিংস)- ১৮০/১০ (ওভার ৪৬.৫) (নাঈম ৬৮, প্রীতম ৫৪, আশরাফুল ১৬; মুরাদ ৪/৩৭, রনি ২/২৬)


ওয়াল্টন সেন্ট্রাল জোন (দ্বিতীয় ইনিংস)- ১৮৮/১০ (ওভার ৫৯.১) (লক্ষ্য ১৯৯ রান) (সৌম্য ৭৩, মিঠুন ৬০; নাঈম ৬/৪৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball