দক্ষিণ আফ্রিকা

করোনায় বাতিল এমজানসি সুপার লিগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:24 মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সোমবার (২০ ডিসেম্ববর) বাতিল ঘোষণা করা হয়েছে এমজানসি সুপার লিগের এবারের আসর। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে না দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ।

এবারের এমজানসি সুপার লিগ ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আফ্রিকা অঞ্চলে দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিএসএ লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারীর কারণে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের গত আসরও বাতিল করেছিল সিএসএ।

এমজানসি লিগ মাঠে না গড়ানোয় এই টুর্নামেন্টের বিকল্প হিসেবে প্রথম বিভাগের আট দল নিয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামের নতুন এক টুর্নামেন্টের আয়োজন করবে সিএসএ।

সম্প্রতি ওমিক্রন আফ্রিকা অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ায় নেদারল্যান্ডস দল সফর সংক্ষিপ্ত করে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেছিল। এরপর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়েও শঙ্কা ছিলl তবে ভারত যথা সময়েই দক্ষিণ আফ্রিকা সফর করেছে।

ইতোমধ্যেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে অবস্থান করছে। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। যদিও ১৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল এই টেস্ট ম্যাচটি।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার লাভের কারণে এই সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। আর কেপটাউনে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ১১ জানুয়ারি।