Connect with us

অ্যাশেজ সিরিজ

অ্যাশেজ ৫-০ হোক, চাওয়া স্মিথের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। উড়তে থাকা অস্ট্রেলিয়ার এবারের লক্ষ্য, ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা।

ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টেও দাপুটে জয় ছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচটি তারা জিতেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। নিকট অতীতে ঘরের মাঠের কোনো ম্যাচে অবশ্য ইংল্যান্ডকে সেভাবে দাঁড়াতেও দেয়নি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ১২ টেস্টের মধ্যে ১১টি তে ই হেরেছে ইংল্যান্ড। সবশেষ দুই অস্ট্রেলিয়া সফরে ৫-০ ও ৪-০ ব্যবধানে হেরেছে তারা। ২০১৩-১৪ মৌসুমে হারে ৫-০ তে আর ২০১৭-১৮ মৌসুমে হারে ৪-০ ব্যবধানে। এবারও সেই পথেই আছে অজিরা। অ্যাডিলেডে অধিনায়কত্ব করা স্মিথ অন্তত চান এমনটাই।

তিনি বলেন, 'আমরা অবশ্যই চাই (৫-০ ব‍্যবধানে সিরিজ জিততে)। তবে এই মুহূর্তে আমরা একটি করে ম্যাচ নিয়ে আগাচ্ছি। এখানে আমরা যা করতে পারি। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অবশ্যই দারুণ ব্যাপার। আশা করি, আমরা এই মোমেন্টাম বক্সিং ডে টেস্টে ধরে রাখতে পারব।'

'ইংল্যান্ড দারুণ দল, কিন্তু আমরা এখনও তাদের সেভাবে লড়াইয়ে ফিরতে দেইনি। দুই ম্যাচে আমরা যথেষ্ট এগিয়ে ছিলাম। আমাদের জায়গা থেকে আমরা যা চাই, তা হলো সামনে এগিয়ে যেতে এবং ইংল্যান্ডকে কোনোভাবেই মোমেন্টাম না দিতে।'

বল বিকৃতি কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারিয়েছিলেন স্মিথ। এরপর টিম পেইনের আকস্মিক বিদায়ে হুট করেই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্ব মেলে তার। অ্যাডিলেড টেস্ট শুরুর আগের রাতে কোভিড ইস্যুতে নব্য দলনেতা প্যাট কামিন্স ছিটকে গেলে এই ম্যাচে নেতৃত্ব দেবার সুযোগ মেলে স্মিথের।

সর্বশেষ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

একশ রানের উইকেট হবে, মানতে নারাজ সালাহউদ্দিন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

অ্যাশেজের চেয়ে বেশি উত্তাপ ভারত-পাকিস্তানের দ্বৈরথে: ভন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

তামিমের সঙ্গে কথা বলবেন সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

সাকিব কখনই বলেনি সে খেলতে চায় না: সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে 'ওভাররেটেড' নয়: শোয়েব

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রিজওয়ান

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

‘ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে’

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

হ্যাটট্রিক জয়ে চূড়ান্ত লড়াইয়ের সামনে বাংলাদেশ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দুরন্ত হোল্ডারে ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

আর্কাইভ

বিজ্ঞাপন