বিসিএল ২০২১-২২

মিরপুরে জাকের-তাইবুরের আক্ষেপের দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:02 সোমবার, 20 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় দিন জাকের আলীর ৯২ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২২৩ রান স্কোরবোর্ডে তুলেছে সেন্ট্রাল জোন। এখনও প্রতিপক্ষের চেয়ে ২২ রানে পিছিয়ে আছে দলটি। এর আগে প্রথম ইনিংসে আবু হায়দার রনির বোলিং তোপে ২৪৫ রানে গুটিয়ে গিয়েছিল ইসলামী ব্যাংক।

দ্বিতীয় দিন বিনা উইকেটে ৪ রান নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান। এরপর হাল ধরতে পারেননি তিনে নামা সৌম্য সরকারও। তিনিও আউট হয়েছে ২ রানে।

চারে নামা সালমান হোসেন ইমন ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। ২৩ বলে ১৩ রান করে ফেরেন সাজঘরে। মাত্র ৩ রানে আউট হয়ে আরও বিপদ বাড়িয়ে দিয়েছেন অধিনায়ক শুভাগত হোম। ৩২ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাইবুর রহমান ও জাকের আলী অনিক।

এই দুজনের ব্যাটে ভর করে মধ্যাহৃ বিরতিতে যায় দল। বিরতির পর নেমে রানের চাকা সচল রাখে এই জুটি। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে তাদের ১৫২ রানের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান নাঈম হাসান।

৭৬ রান করা তাইবুরকে বিদায় করেন তিনি। এরপর দলীয় ১৮৫ রানে আবু হায়দারও ফেরেন সাজঘরে। তবে ব্যক্তিগত সেঞ্চুরির পথে হাঁটছিলেন জাকের। কিন্তু ৯২ রানে তানভির ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। 

১৮০ বলে ১১ চার ও ৩ ছক্কায় আউট হন জাকের। দলীয় ২০৩ রানে মৃত্যুঞ্জয় ফিরলে শেষের দিকে প্রতিরোধ গড়েন রবিউল হক এবং হাসান মুরাদ। তাদের ব্যাটে ভর করে আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করে সেন্ট্রাল জোন। রবিউল ২২ এবং হাসান ৩ রানে অপরাজিত আছেন। আসাদউজ্জামান পায়েল নিয়েছেন ৩টি উইকেট।  

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি ইস্ট জোন: ২৪৫/১০ (৮৩.৫ ওভার) (দিপু ৭২, নাইম হাসান ৪০) (আবু হায়দার ৫/৯৩, মুরাদ ৩/৪৭)

ওয়াল্টন সেন্ট্রাল জোন: ২২৩/৯ (ওভার ৮৬.৪ ওভারে) (জাকের ৯২, তাইবুর ৭৬) (পায়েল ৩/৪৮)