promotional_ad

নিউজিল্যান্ডে ইতিহাস বদলাবে বাংলাদেশ, বিশ্বাস শরিফুলের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ড সফরে গিয়ে খানিকটা বিপাকেই পড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সুপারিশে ১৪ দিনের কোয়ারেন্টাইন ৭ দিনে নামিয়ে এনেও লাভ হয়নি। উল্টো ৭ দিন কোয়ারেন্টাইন শেষে মুমিনুল হকের দলকে বাড়তি ৩দিন কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে।


পূর্বশর্ত অনুযায়ী ১৭ ডিসেম্বর কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশের। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলন নামেন। এরপরের দিন আবারও দুঃসংবাদ শুনতে হয় পুরো দলকে।


promotional_ad

সফরকালে বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটার সহ ৯ জনকে ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আপাতত ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের। হাতে উঠেছে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের দেয়া ‘হলুদ’ ব্যান্ড।


অনুশীলনে নামতে না পারলেও সামাজিক দূরত্ব মেনে নির্দিষ্ট কিছু সময়ে সতীর্থদের সঙ্গে দেখা করতে পারছেন সবাই। এছাড়া নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ইতিহাস বদলাতে বড় আত্মবিশ্বাসী পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তরুণ পেসার শরিফুল বললেন, ‘আমরা আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে।'


'তো আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। তো এবার ভালোকিছু আশার জন্য প্রত্যাশা করছি সবাই, তো ইনশাআল্লাহ এবার করে দেখাব ইনশাআল্লাহ।’


পাকিস্তান সিরিজ শেষ হওয়ার দিনেই নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ড বরাবরই হতাশাজনক। সেখানে এখন পর্যন্ত ৩২টি ম্যাচের একটিতেও জিততে পারেনি লাল-সবুজের দলটি। ইতিহাস বদলাতে মাউন্ট ম্যাঙ্গানুইতে পহেলা জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মুমিনুল হকের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball