দক্ষিণ আফ্রিকা-ভাররত সিরিজ

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 বুধবার, 15 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না বিরাট কোহলি! সম্প্রতি এমন খবর প্রকাশ করেছিল ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে এমন খবর সত্যি নয়।

আগামী বছরের শুরুর দিকেই দক্ষিণ আফ্রিকা ও ভারতের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সেই সময়ে কোহলির একমাত্র মেয়ের জন্মদিন। সেই কারণ দেখিয়ে বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদন করেছেন কোহলি, এমনটাই বলা হয়েছিল গণমাধ্যমের প্রতিবেদনে।

এদিকে ক্রিকবাজ জানিয়েছে, কোহলি একজন পেশাদার ক্রিকেটার। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি খেলবেন ওয়ানডে সিরিজেও। নিশ্চিতভাবেই এই সফরে তাকে দলে পাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'কোহলি থাকছেন না এমন প্রতিবেদন সত্যি নয়। সে একজন পেশাদার  ক্রিকেটার এবং তার অংশগ্রহণ নিয়ে কোনো সন্দেহ নেই।' 

সম্প্রতি ওয়ানডের নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দেয়া হয়েছে। তবে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে অসন্তোষ্ট নন তিনি। বিরাট কোহলি বলেন, 'আমাকে জানানো হয়েছিল যে, পাঁচ জন নির্বাচক আমাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ভাবছেন না এবং আমি তাতে খুশি ছিলাম।'

আগামী ১৬ ডিসেম্বর ভারত দলের দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা রয়েছে। সেঞ্চুরিয়ানে ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। যদিও ১৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল এই টেস্ট ম্যাচটি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার লাভের কারণে এই সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 

ওমিক্রণ আফ্রিকা অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ায় নেদারল্যান্ডস দল সফর সংক্ষিপ্ত করে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেছিল। এর পর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা ছিলl তবে ভারত যথা সময়েই দক্ষিণ আফ্রিকা সফর করবে বলে জানিয়ে দিয়েছে।