promotional_ad

নাহিদাকে হারিয়ে নভেম্বর মাসের সেরা ম্যাথিউস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নভেম্বরের প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা আক্তার। যদিও তাকে হারিয়ে এই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার হেইলি ম্যাথিউস।


আর পুরুষদের মধ্যে নভেম্বরের সেরা ক্রিকেটার হয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের ব্যাটার আবিদ আলী ও কিউই পেসার টিম সাউদি।


promotional_ad

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের কারণেই নভেম্বরের সেরার পুরষ্কার হাতে উঠেছে ওয়ার্নারের। সর্বশেষ এই বিশ্ব আসরে ৪৮.১৬ গড়ে ১৪৬.৭০ স্ট্রাইক রেটে ২৮৯ রান করেছিলেন এই বাঁহাতি ওপেনার।


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে শিরোপা জিততে সাহায্য করেছিলেন ওয়ার্নার। এর আগে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৪৯ রানের আরেকটি ইনিংস।


এদিকে ক্যারিবীয় নারী ক্রিকেটার ম্যাথিউস দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলেন প্লেয়ার অব দ্য মান্থের। এর আগে জুলাই মাসে মনোনয়ন পেলেও তার অধিনায়ক স্টিফানি টেলরের কাছে হারতে হয়েছিল লড়াইয়ে।


ম্যাথিউস পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও নারী বিশ্বকাপের বাছাই পর্ব মিলিয়ে ১৪১ রানের পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন। এটাই তাকে মাসের সেরা খেলোয়ারের পুরষ্কার এনে দিয়েছে। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ২৬ রানে ৪ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball