পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে নিরাপত্তা দেবে ৮৮৯ জনের কমান্ডো দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:53 শুক্রবার, 10 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিরাপত্তার অযুহাতে পাকিস্তান সফরের মাঝ পথেই দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। একই কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ড।

যদিও নিরাপত্তা শঙ্কা উড়িয়ে দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তা দিতে ৮৮৯ জন কমান্ডোকে দায়িত্ব দেয়া হয়েছে।

সেই সঙ্গে ৪৬ জন ডিএসপি থাকবেন নিরাপত্তা নিশ্চিত করতে। এর মধ্যে ১৩ জন্য উচ্চ সারির পুলিশ কর্মকর্তা থাকবেন। আর ৩ হাজার ৮২২ কনস্টেবল থাকবেন মাঠ পর্যায়ের নিরাপত্তায়।

সেই সঙ্গে ৫০জন নারী পুলিশ, ৫০০ জন র‍্যাপিড রেসপন্স ফোর্সের সদস্য থাকবেন এই নিরাপত্তার দায়িত্বে। এই বিষয়টি নিশ্চিত করেছেন করাচি পুলিশের অতিরক্ত ইন্সপেক্টর জেনারেল ইমরান ইয়াকুব।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামের রাস্তা, অনুশীলন ভেন্যু, পার্কিং, হোটেল ও আশপাশের এলাকা থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। জরুরী সেবায় নিয়োজিত থাকবে বিশেষ অস্ত্রধারী ও কৌশলী দল।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর থেকে। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে খেলবে দুই দল। সবগুলো ম্যাচই হবে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।