promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড।সোমবার (৬ ডিসেম্বর) এই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। 


৮ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৪ জানুয়ারি। এরপর ১৬ জানুয়ারি দুই দল একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামবে। সবগুলো ম্যাচই হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে।


promotional_ad

এবার দ্বিতীয়বারের মতো সাদা বলের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে আয়ারল্যান্ড। এর আগে ২০২০ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল তারা।


আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানাতে পারে আনন্দিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, আগেরবার দুই দলের বেশ কয়েকটি ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই উপভোগ করেছিল সবাই। এবারও প্রতিযোগীতামূলক সিরিজের আশায় তারা।


ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, 'এই জানুয়ারিতে আমরা ওয়েস্ট ইন্ডিজে আয়ারল্যান্ড দলকে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালে সর্বশেষ সফরে তারা বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছিল। নতুন বছরে আরেকটি প্রতিযোগীতামূলক সিরিজের আশায় আছি আমরা।


সামনের বছর ব্যস্ততায় মুখোর থাকবে ওয়স্ট ইন্ডিজ। এখানেই অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর। করোনা পরিস্থিতির মধ্যেও ক্রিকেট চালিয়ে যাওয়ায় অবদান রাখায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী প্রশংসায় ভাসিয়েছেন জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও স্পন্সরদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball