আইপিএল
আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়ার জন্য শতভাগ প্রস্তুত শাস্ত্রী

|| ডেস্ক রিপোর্ট ||
রবি শাস্ত্রীকে প্রধান কোচ হিসেবে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ। ভারতীয় গণমাধ্যমগুলোতে শোনা যাচ্ছে এমন সংবাদ। জানা গেছে, আইপিএলে কোচিং করানোর জন্য শতভাগ প্রস্তুত আছেন শাস্ত্রীও।
শুধু শাস্ত্রী নয়, শাস্ত্রীর অধীনে ভারতে অন্যান্য যেসব কোচ ছিল তাদেরকেও দলে সংযুক্ত করতে চায় আহমেদাবাদ। আহমেদাবাদের কর্ণধার সিভিসি ক্যাপিটালস একদম শুরু থেকে দলটিকে ঢেলে সাজাতে চায়।
যার কারণে শাস্ত্রীর পাশাপাশি ভারতে তার কোচিং প্যানেলে থাকা বোলিং কোচ ভারত অরুন এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও দলে নিতে চায় আহমেদাবাদ। এমন প্রস্তাবে আপত্তি নেই শাস্ত্রীর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই এগোয়নি শাস্ত্রী ও আহমেদাবাদের মাঝে।
শাস্ত্রী বলেন, 'আমাকে যদি জিগ্যেস করা হয়, তাহলে বলব আমি শতভাগ প্রস্তুত ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হওয়ার জন্য। আমি ব্রডকাস্টিংয়ের কাজও করতে পারব। আমার দেশে-বিদেশে ঘুরে ফিরে ব্রডকাস্টিং করানোর ২৫ বছরের অভিজ্ঞতা আছে। আধুনিক ক্রিকেটাররা কীভাবে চিন্তা করে সেটা আমি জানি।'

এদিকে শাস্ত্রীর সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছে স্টার স্পোর্টস ও সনি স্পোর্টসের মতো জনপ্রিয় ব্রডকাস্টাররা। শাস্ত্রীকে ধারাভাষ্যে পেতে চায় এ সকল প্রতিষ্ঠান।


ভারতের ক্রিকেটের নিয়ম অনুযায়ী একইসঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট দুই পদে কখনোই বহাল থাকতে পারবেন না শাস্ত্রী। সেক্ষেত্রে ভারতের সাবেক এই ক্রিকেটারকে যেকোনো একটি পদ বেছে নিতে হবে।