promotional_ad

নিউজিল্যান্ডের চাপ আরও বাড়াতে চায় ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিউই স্পিনার এজাজ প্যাটেল প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়ে ফেললেও দ্বিতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিকরাই। ভারতের ৩২৫ রানের জবাবে মাত্র ৬২ রানে অল আউট হয়ে গিয়েছে নিউজিল্যান্ড।


ফলোঅনে পড়লেও সফরকারীদের ব্যাটিং করায়নি ভারত। তারা নিজেরাই আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে গেছে। এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬৯ রান তুলে ফেলেছে বিরাট কোহলির দল। এর ফলে তারা এগিয়ে রয়েছে ৩৩২ রানে।


promotional_ad

দিন শেষে ভারতের লক্ষ্যের কথা জানিয়েছেন প্রথম ইনিংসে ১৫০ রানের ইনিংস খেলা মায়াঙ্ক আগারওয়াল। এরই মধ্যে চাপে পড়ে গেছে কিউইরা। সেটাই আরও বাড়িয়ে দিতে চায় ভারত।  মায়াঙ্ক বলেন, 'আমরা রবিবার আরও বেশি রান তুলতে চাই স্কোরবোর্ডে। নিউজিল্যান্ডের উপর আরও চাপ বাড়াতে চাই।'


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একেবারেই ছন্দে ছিলেন না মায়াঙ্ক। এর ফলে দ্বিতীয় টেস্টে তার একাদশে জায়গা পাওয়াটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতেই দারুণ এক ইনিংস খেলে ভারতকে তিনশোর বেশি পুঁজি নিশ্চিত করেছেন মায়াঙ্ক। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত আছেন ৩৮ রান করে।


নিজের ইনিংস নিয়ে মায়াঙ্ক বলেন, 'এই ইনিংস হল জেদ আর দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের আদর্শ উদাহরণ। নিজের টেকনিক বদলাইনি। মানসিক দিক থেকে বদলে গিয়েছি। ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে পারি, যদি আক্রমণ না করি তা হলে বিপক্ষ আমাকে চাপে ফেলবে। তাই জন্যেই অজাজকে আক্রমণ করেছি। ঘরের মাঠে দীর্ঘ দিন খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটাই এখানে কাজে লাগিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball