ভারত- নিউজিল্যান্ড সিরিজ

প্রথম ইনিংসে ভারতের দশ উইকেটই নিলেন প্যাটেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:43 শনিবার, 04 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে চলমান মুম্বাই টেস্টে ঐতিহাসিক এক রেকর্ড গড়লেন আজাজ প্যাটেল। বিরাট কোহলিদের প্রথম ইনিংসে দশ উইকেটই শিকার করলেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউই স্পিনার।

এই মুম্বাইতেই জন্ম এজাজের। বিখ্যাত ওয়াংখেডে স্টেডিয়ামে এটি তার অভিষেক ম্যাচ ছিল, যদিও তা কিউইদের হয়ে। সেই অভিষেক দারুণভাবে রাঙালেন ৩৩ বছর বয়সী বাঁহাতি এই অর্থোডক্স। ম্যাচের আগের দিনই নিয়েছিলেন চার উইকেট।

ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলিসহ তিন ব্যাটারকে শুন্য রানে ফেরান এজাজ। দ্বিতীয় দিনে নিয়েছেন বাকি ছয় উইকেট। মোট ১১৯ রান খরচায় দশ উইকেট নেন তিনি। ভারত তাদের প্রথম ইনিংসে করেছে ৩২৫ রান।

প্যাটেলের আগে টেস্ট ইতিহাসে কেবল ইংল্যান্ডের কিংবদন্তি জিম লেকার ও ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে এর আগে এক ইনিংসে দশ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন।

১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রান খরচায় ১০ উইকেট নিয়েছিলেন জিম। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছিলেন নয় উইকেট। এরপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭৪ রান খরচায় দশ উইকেট নেন কুম্বলে।