promotional_ad

লিটন-মুশফিককেই কৃতিত্ব দিচ্ছেন ইনজামাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ভরাডুবি হয় বাংলাদেশের। ৪৯ রানের মধ্যে চার উইকেট হারায় টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। এই দুজনের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ইনজামাম উল হক।


বিপর্যয় এড়িয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি আদায় করেছেন লিটন দাস। প্রথম দিনে ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁকে সঙ্গ দেয়া মুশফিক দিন শেষে করেন ৮২ রান। এই দুজনের দৃঢ়তায় প্রথম দিনে চার উইকেটে ২৫৩ রান করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম প্রশংসায় ভাসিয়েছেন লিটন-মুশফিককে।


promotional_ad

তিনি বলেন, 'তাদের ৬০ রানের (৪৯ রানে) মধ্যে ৪ উইকেট পড়ে গিয়েছিল। তবে লিটন দাস ও মুশফিকুর রহিমকে কৃতিত্ব দিতেই হবে। মুশফিক ৮২ রান করেছে আর লিটন তার প্রথম সেঞ্চুরি। দারুণ খেলেছে তারা।'


পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, 'আমি বলতে চাই, কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেটারদের দিতেই হবে। চার উইকেট পড়ার পর তারা ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে।'


আগের দিন ১১৩ রান করা লিটন অবশ্য ম্যাচের দ্বিতীয় দিন কিছুই করতে পারেননি। নিজের রানের সঙ্গে মাত্র এক রান যোগ করে হাসান আলীর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে বিদায় নেন তিনি। ১১টি চার ও একটি ছক্কা ছিল তার এই ইনিংসে।


লিটন সেঞ্চুরি করলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি বঞ্চিত হয়ে প্যাভিলিয়নে যান মুশফিক। ৯১ রানের ইনিংস খেলে ফাহিম আশরাফের বলে ফিরে যান তিনি। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩৩০ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball