বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

লিটন-মুশফিককেই কৃতিত্ব দিচ্ছেন ইনজামাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:01 শনিবার, 27 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ভরাডুবি হয় বাংলাদেশের। ৪৯ রানের মধ্যে চার উইকেট হারায় টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। এই দুজনের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ইনজামাম উল হক।

বিপর্যয় এড়িয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি আদায় করেছেন লিটন দাস। প্রথম দিনে ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁকে সঙ্গ দেয়া মুশফিক দিন শেষে করেন ৮২ রান। এই দুজনের দৃঢ়তায় প্রথম দিনে চার উইকেটে ২৫৩ রান করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম প্রশংসায় ভাসিয়েছেন লিটন-মুশফিককে।

তিনি বলেন, 'তাদের ৬০ রানের (৪৯ রানে) মধ্যে ৪ উইকেট পড়ে গিয়েছিল। তবে লিটন দাস ও মুশফিকুর রহিমকে কৃতিত্ব দিতেই হবে। মুশফিক ৮২ রান করেছে আর লিটন তার প্রথম সেঞ্চুরি। দারুণ খেলেছে তারা।'

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, 'আমি বলতে চাই, কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেটারদের দিতেই হবে। চার উইকেট পড়ার পর তারা ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে।'

আগের দিন ১১৩ রান করা লিটন অবশ্য ম্যাচের দ্বিতীয় দিন কিছুই করতে পারেননি। নিজের রানের সঙ্গে মাত্র এক রান যোগ করে হাসান আলীর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে বিদায় নেন তিনি। ১১টি চার ও একটি ছক্কা ছিল তার এই ইনিংসে।

লিটন সেঞ্চুরি করলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি বঞ্চিত হয়ে প্যাভিলিয়নে যান মুশফিক। ৯১ রানের ইনিংস খেলে ফাহিম আশরাফের বলে ফিরে যান তিনি। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩৩০ রান।