বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ওপেনিংয়ে সমাধান মাহমুদুল?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:54 বৃহস্পতিবার, 25 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য জাতীয় দলে ডাক পাওয়া মাহমুদুল হাসান জয়ের পরিচয় বদলে যেতে পারে চট্টগ্রাম টেস্টেই। বয়সভিত্তিক দল, ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ইমার্জিং দলে তিন নম্বরে খেললেও, এই তরুণের টেস্ট অভিষেক হতে পারে ওপেনার হিসেবে। যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে এই ভাবনাতেই দলে নেয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

এবারের জাতীয় লিগে দারুণ পারফর্ম করে জয় নজরকেড়ে নেন নির্বাচকদের। ডাক পান পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে। দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার দিন সাদমান ইসলামের সঙ্গে নেটে শুরতেই পাঠানো হয় তাকে। যে চিত্র বহাল ছিল বৃহস্পতিবারও।

এমনকি জয়কে নিয়ে দীর্ঘক্ষণ আলাদা কাজ করেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ।সেখানে আর্ম থ্রোয়ার দিয়ে গ্রানাইটের স্লাবে বল ছুঁড়ে শর্ট অব লেংথ ও শর্ট বল অনুশীলন করানো হয় তাকে লম্বা সময়। ওপেনিংয়ে পাকিস্তানি পেসারদের সামনে যে চ্যালেঞ্জ সামলাতে হতে পারে মাহমুদুলের।

তামিম ইকবাল চোটে ছিটকে যাওয়ার পর দলে ওপেনার আছেন কেবল সাদমান ইসলাম ও সাইফ হাসান। দলে নেই বাড়তি ওপেনার। টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক জানান, মাহমুদুলকে তারা ওপেনিংয়েই দেখছেন।

মুমিনুলের ভাষ্যমতে, 'ব্যাক আপ ওপেনার হিসেবে ওকেই নিয়েছি আমরা। যদি ও খেলে, তাহলে ওপেনার হিসেবেই খেলবে।'

বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার সাদা পোশাকে নিজেদের মেলে ধরার পালা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শুক্রবার সকালে পাকিস্তানের মুখোমুখি হবে মুমিনুলবাহিনী।