ক্রিকেট অস্ট্রেলিয়া

যৌন হেনস্তার কথা বেরিয়ে আসবে, জানতেন পেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:49 রবিবার, 21 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চোট কাটিয়ে অ্যাশেজ দিয়ে ফেরার স্বপ্ন বুনছিলেন টিম পেইন। তবে মাঠে ফেরার পরিবর্তে পুরোনো পেইনকে ফিরিয়ে নিয়ে গেছে প্রায় বছর চারেক আগে। তখন এক নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ছবিসহকারে বার্তা পাঠিয়েছিলেন তিনি। সহকর্মীকে যৌন হেনস্তার ঘটনাটি একদিন যে বেরিয়ে আসবে, এমনটা আগে থেকেই জানতেন পেইন। হেরাল্ড সানকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন পেইন নিজেই। 

২০১৭ সালের অ্যাশেজের সময় গ্যাবা টেস্টের আগে পরিচিত নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ছবিসহকারে বার্তা পাঠান পেইন। অনৈতিক প্রস্তাবও দেন সেই নারীকে। সেই নারী তাতে সায় দেননি। সেই বছরই কর্মক্ষেত্রে ইস্তফা দেন নাম প্রকাশ না হওয়া সেই নারী।

এরপর ২০১৮ সালের জুনে সেই নারী ক্রিকেট তাসমানিয়ার এক কর্মকর্তার কাছে পেইনের নামে অভিযোগ করেন। ক্রিকেট অস্ট্রেলিয়া পুরো বিষয়টি ২০১৮ সালের মার্চ থেকেই জানত। কেননা ক্রিকেট তাসমিনিয়া বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করে। 

তদন্তে সহায়তা করায় সেসময় অবশ্য পেইনকে কোনও শাস্তি দেয়নি সিএ। এতদিন পর এই ঘটনা প্রকাশ হয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। বিতর্কটি নাম পেয়ে গেছে 'সেক্সটিং স্ক্যান্ডাল'। নিজের ভুল বুঝতে পেরে ইতোমধ্যে নেতৃত্ব ছেড়েছেন ৩৬ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটার।

৪ বছর আগের সেই ঘটনা বারবার পীড়া দিতো পেইনকে। বড় কোনো সিরিজের আগে গণমাধ্যমগুলো প্রমাণ দেখিয়ে পেইনকে পীড়া দিতো অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অথিনায়ককে। তবে গণমাধ্যমগুলো কখনই তা নিয়ে লিখতো না। তবে পেইন আগেই বুঝতে পেরেছিলেন যে এটা কোনো না কোনো সময় বেরিয়ে আসবে। 

স্ত্রী বনিকে পাশে বসিয়ে হেরাল্ড সানকে দেয়া সাক্ষাৎকারে পেইন বলেন, ‘আমি ভেবেছিলাম সমস্যাটি মোকাবেলা করা হয়েছে। কিন্তু সবসময় বড় কোনো সিরিজ বা ক্রিকেট মৌসুমের আগে দেখা দিতো। গত তিন বছরে এমন অনেকবার হয়েছে যে মিডিয়া এজেন্সিগুলো আমাদের কাছে তুলে ধরেছে যে তাদের কাছে প্রমাণ আছে। তবুও তারা লিখতো না। কিন্তু আমি জানতাম এটা কখনও না কখনও বের হয়ে আসবেই। আমি যতটা সম্ভব চাইতাম এটা না হোক।’