টি- টোয়েন্টি বিশ্বকাপ

টুর্নামেন্ট সেরা হবেন ওয়ার্নার, কয়েকমাস আগেই ল্যাঙ্গারকে বলেছিলেন ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:43 সোমবার, 15 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। অথচ কয়েকমাস আগেও অফফর্মে থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। ওয়ার্নার অফফর্মে থাকা অবস্থায়ও তাঁর ওপর ভরসা ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের। কোচ জাস্টিন ল্যাঙ্গারকে আসর শুরুর অনেক আগেই ফিঞ্চ বলেছিলেন, ওয়ার্নারই এবারের টুর্নামেন্ট সেরা হবেন!

আসরে ছয়ের কম ইকোনমি রেট নিয়ে সাত ম্যাচে ১৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। দলের অন্যতম সেরা বোলারের প্রশংসা করে ম্যাচ শেষে ফিঞ্চ বলেছিলেন, 'ব্যক্তিগতভাবে আমার কাছে আসরের সেরা ক্রিকেটার জাম্পা।'

অজি অধিনায়কের এমন কথার পর সংবাদ সম্মেলনে তাঁকে ওয়ার্নারের ব্যাপারে প্রশ্ন করা হয়। জিগ্যেস করা হয়, ওয়ার্নারকে টুর্নামেন্ট সেরা দেখে ফিঞ্চ অবাক হয়েছেন কি না।

জবাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘আপনি এমনটা আশা করেননি? আমি অবশ্যই করেছিলাম এবং আমি একদমই মিথ্যে বলছি না। কয়েকমাস আগে আমি কোচ ল্যাঙ্গারকে ফোন করে বলেছিলাম, ওয়ার্নারকে নিয়ে চিন্তা করো না। ওয়ার্নার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবে। সে অবশ্যই সর্বকালের অন্যতম সেরা ব্যাটার এবং লড়াকু মানসিকতার একজন ক্রিকেটার।’

তিনি আরও বলেন, ‘ওয়ার্নার এমন একজন ক্রিকেটার, তাকে যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়া হবে তখন আপনি তার কাছ থেকে সেরাদের সেরা পারফরম্যান্সটা পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য টুর্নামেন্টের শেষটা বিশেষ কিছু ছিল।’

আসরে সাত ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরির সাহায্যে ২৮৯ রান করেন ওয়ার্নার। ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।