টি- টোয়েন্টি বিশ্বকাপ

তাসকিনকে বসিয়ে রাখায় টিম ম্যানেজমেন্টের সমালোচনায় ওয়াসিম আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:57 শনিবার, 30 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতের স্লো অ্যান্ড টার্নিং উইকেটে অন্যান্য দলগুলোর মতো স্পিন আক্রমণের দিকে বাড়তি নজর দিয়েছে বাংলাদেশ। একাদশে স্পিনারদের আধিক্য থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম দুই ম্যাচে একাদশে উপেক্ষিত ছিলেন তাসকিন আহমেদ। দলের একমাত্র গতি তারকাকে না খেলানোয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম।

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের বিষয়টি মাথায় রেখে স্পিনের পরিবর্তে পেস আক্রমণ সাজিয়ে তাসকিনকে দলে রেখেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। চার ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও মিতব্যায়ী বোলিংয়ে মাত্র ১৭ রান দিয়েছেন তিনি।

বাংলাদেশ দলে থাকা অন্যান্য পেসারদের চেয়ে তুলনামূলক বেশি গতিতে বোলিং করতে পারেন তাসকিন। ম্যাচের কিছু কিছু পরিস্থিতিতে স্পিনের পরিবর্তে পেস বেশি কাজে দেয় বলে উল্লেখ করেছেন ওয়াসিম। তাই মূল পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে তাসকিনকে বসিয়ে রাখায় কোচিং স্টাফদের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম বলেন, ‘তাদের গতি-তারকা হিসেবে কেবল একজন তাসকিন আহমেদ আছে এবং তারা তাকে বসিয়েও রেখেছে। আমি মনে করি নির্বাচক কমিটির গুরুতর সমস্যা রয়েছে। তাদের বুঝতে হবে যে স্পিনাররা প্রতিটি পরিস্থিতিতে কাজ করবে না সেক্ষেত্রে পেস দরকার।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে একাদশে ছিলেন তাসকিন। স্কটল্যান্ডের বিপক্ষে ৩ ওভার বোলিং করে বেশ খরুচে ছিলেন তিনি। সেই ম্যাচে ২৮ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।

ওমানের বিপক্ষে পুরো চার ওভার বোলিং করে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি তাসকিন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে তিন ওভার তিন বলে ১২ রান দিয়ে দুই উইকেট শিকার করেছিলেন তিনি। তবে টিম কম্বিনেশনের কারণে মূল পর্বে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি এই ডানহাতি পেসার।