টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইনজুরিতে বিশ্বকাপ শেষ ফার্গুসনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:08 মঙ্গলবার, 26 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। কাফ ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়েছে পেসার লকি ফার্গুসনের। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন অ্যাডাম মিলনে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ফার্গুসনকে পাচ্ছে না কিউইরা। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে অভিজ্ঞ এই পেসারের ইনজুরিতে পড়াটা দুঃখজনক ব্যাপার বলে মনে করেন গ্যারি স্টেড।

ফার্গুসনের ইনজুরি প্রসঙ্গে দলটির প্রধান কোচ বলেন, ‘টুর্নামেন্টের আগ মুহূর্তে ইনজুরি ফার্গুসনের জন্য খুবই দুঃখজনক। পুরো দল তার মানসিক অবস্থা বুঝতে পারছে।’

তিনি আরও বলেন, ‘সে আমাদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং সে ভালো ফর্মে আছে। এই মুহূর্তে তাকে হারানোটা আমাদের জন্য বড় ধাক্কা।’

ফার্গুসনের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন মিলনে। গত বেশ কয়েকদিন থেকেই তিনি দলের সঙ্গে অনুশীলন করছিলেন। বিশ্বকাপ দলের সঙ্গে আগে থেকেই ছিলেন ডানহাতি এই পেসার। যদিও সেটা রিজার্ভ ক্রিকেটার হিসেবে। 

এ প্রসঙ্গে স্টেড বলেন, ‘যাইহোক, আমরা সত্যিই ভাগ্যবান যে, মিলনের মতো একজন বোলারকে বদলি হিসেবে পেয়েছি। সে গত দুই সপ্তাহ ধরে স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছে।’