ইংল্যান্ড ক্রিকেট

স্টোকস-আর্চারের দলে না থাকা লজ্জাজনক: রয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:09 বৃহস্পতিবার, 21 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত কারণে নেই বেন স্টোকস। আর ইনজুরির কারণে নির্বাচকদের বিবেচনায় ছিলেন না জফরা আর্চার। দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিশ্বকাপ স্কোয়াডে না থাকাটা লজ্জাজনক বলে মনে করছেন জেসন রয়।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন স্টোকস। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সার্ভিস পাচ্ছে না দল। মানসিক অবসাদ কাটাতে ছুটিতে আছেন তিনি।

আর লম্বা সময় ধরেই ইনজুরিতে দলের বাইরে আর্চার। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে রাখা হয়নি স্কোয়াডে। বিশ্বকাপে ইংলিশদের বড় অস্ত্র হতে পারতেন এই পেসার।

রয় বলেন, ‘আমি বলব না এটা সমস্যা, এটা লজ্জাজনক। এটা অবশ্যই লজ্জার কারণ তারা এখানে না থাকলেও আপনি জানেন যে, তারা পুনরায় ফিট হওয়ার পথে আছে।’

কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকলেও বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলবে ইংল্যান্ড এমনটাই প্রত্যাশা করেন রয়।

রয় বলেন, ‘আপনি যদি আমাদের স্কোয়াডের শক্তিমত্তা এবং খেলোয়াড়দের দিকে তাকান এবং দেখবেন এখনও আমরা দুর্দান্ত। প্রস্তুতি ম্যাচে ভালো খেলে ক্রিকেটাররা শক্তিমত্তার জানান দিয়েছে এবং অনুশীলনে কঠোর পরিশ্রম করছে তাই আমি মনে করি না এটা চিন্তার বিষয়।’