promotional_ad

টানা দুই জয়ে মূল পর্বের পথে স্কটল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে স্কটল্যান্ড। রিচি বেরিংটন ও ম্যাথুস ক্রসের ব্যাটের ওপর ভর করে লড়াইয়ের জন্য বড় পুঁজি পেয়েছিল তারা। ম্যাচ জিততে বাকি কাজটা সারেন স্কটিশ বোলাররা। পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়ে টানা দুই জয় তুলে নিয়ে মুল পর্বে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্কটল্যান্ড। এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাপুয়া নিউ গিনি।


জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাপুয়া নিউ গিনি। মাত্র ৩৫ রানের টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় তারা। ব্যর্থতার পাল্লা ভারী করে সাজঘরে ফিরেছেন টনি উরা, আসাদ ভালা, লেগা সিয়াকা, চার্লস আমিনি ও সিমন আতাই। 


promotional_ad

সেসে বাউ ও নরম্যান ভানুয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি কাজে আসেনি। ২৩ বলে ২৪ রান করে বাউ আউট হলে ভাঙে তাঁদের জুটি। এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন  কিপলিন দরিগা। তবে তিনিও ফিরেছেন দ্রুত রান তুলতে গিয়ে। ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন ১১ বলে ১৮ রান করে।


ভানুয়া জয়ের স্বপ্ন জিইয়ে রাখলেও পাপুয়া নিউ গিনি পূর্ণ দুই পয়েন্ট পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের। হাফ সেঞ্চুরি ‍না পাওয়া ভানুয়া আউট হয়েছেন ৪৭ রানের ইনিংস খেলে। স্কটল্যান্ডের হয়ে জস ডেভি চার উইকেট নিয়েছেন। 


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্কট্যল্যান্ড। দলীয় ২৬ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন রিচি বেরিংটন এবং ম্যাথুস ক্রস।


দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন বেরিংটন। ইনিংসটি খেলতে ছয়টি চার এবং তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি ব্যাটার। এ ছাড়া হাফ সেঞ্চুরি না পাওয়া ক্রস করেছেন ৩৬ বলে ৪৫ রান। পাপুয়া নিউ গিনির হয়ে কাবুয়া মরোয়া চারটি ও চাদ সোপার নিয়েছেন তিনটি উইকেট নিয়েছেন। 


সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড- ১৬৫/৯ (ওভার ২০) (বেরিংটন ৭০, ক্রস ৪৫, মোরে ৪/৩১, সোপের ৩/২৪)
নিউগিনি- ১৪৮/১০ (ওভার ১৯.৩) (ভানুয়া ৪৭, বাও ২৪, ডেভি ৪/১৮, এভানস ১/২২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball