promotional_ad

প্রস্তুতি ম্যাচে ইনজুরির শিকার লিভিংস্টোন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত সোমবার (১৮ অক্টোবর) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতের আঙুলে ব্যাথা পান লিয়াম লিভিংস্টোন। এ কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনিশ্চিত তিনি।


ম্যাচের দ্বিতীয় ইনিংসের এক পর্যায়ে মিড উইকেট অঞ্চলে ইশান কিশানের ক্যাচ মিস করেন লিভিংস্টোন। ক্যাচটি লুফে নিতে গিয়েই আঙুলে ব্যাথা পান ইংল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডার।


promotional_ad

২৮ বছর বয়সী লিভিংস্টোন ব্যাথা পেয়েই ইংল্যান্ডের ফিজিও'র সঙ্গে মাঠ ছাড়েন। তাঁর বদলে ফিল্ডিংয়ে নামেন স্যাম বিলিংস। এরপর আর মাঠে নামতে দেখা যায়নি লিভিংস্টোনকে।


তাঁর ইনজুরি প্রসঙ্গে সতীর্থ মঈন আলী বলেন, 'আমি মনে করি, সে ঠিক আছে। খানিকটা ব্যাথা সে অবশ্যই পেয়েছে, কিন্তু আমি মনে করি সে ঠিক হয়ে যাবে।'


এদিকে সেই প্রস্তুতি ম্যাচে সাত উইকেটে হেরেছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৮ রান করে ইংল্যান্ড। ইনজুরিতে পড়ার আগে ২০ বলে ৩০ রান করেন লিভিংস্টোন।


এছাড়া জনি বেয়ারস্টো ৩৬ বলে ৪৯ ও মঈন ২০ বলে ৪৩* রান করেন। ভারত অবশ্য এক ওভার হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে। লোকেশ রাহুল ২৪ বলে ৫১ ও কিশান ৪৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষদিকে ১৪ বলে ২৯* রান করেন ঋষভ পান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball