ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

অ্যামব্রোসের প্রতি আমার কোনো শ্রদ্ধাবোধ নেই: গেইল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:48 বুধবার, 13 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কিছু দিন আগেই কার্টলি অ্যামব্রোস মন্তব্য করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রিস গেইল অটোচয়েস নন। তাঁর এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন গেইল।

অ্যামব্রোসের মন্তব্য স্বাভাবিকভাবে নিতে পারেননি গেইল। তাঁর মতে এসব নেতিবাচক কথা দলে বাজে প্রভাব ফেলে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড়রা তাদের বিশ্বকাপ দলকে সমর্থন করবে এবং দলে ইতিবাচক শক্তি যোগাবে, এমনটাই প্রত্যাশা ছিল গেইলের।

গেইল বলেন, ‘অ্যামব্রোসের প্রতি আমার কোনো শ্রদ্ধাবোধ নেই। নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকুন, বিশ্বকাপে দলকে সমর্থন করুন। এই দলটি বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছে এবং ভালো খেলতে সাবেক খেলোয়াড়দের সমর্থন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এসব নেতিবাচক মন্তব্য নয়, আমরা আশা করি তারা দলকে ইতিবাচক শক্তি যোগাবে। অন্য দলে তাদের সাবেক খেলোয়াড়রা সবসময় দলকে সমর্থন করে, তাহলে বিশ্বকাপের মতো বড় আসরে আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন?’

টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গেইল জানান, এবার তাদের লক্ষ্য থাকবে তৃতীয় শিরোপা ঘরে তোলা। তাঁর প্রত্যশা অ্যামব্রোস এসব নেতিবাচক কথা ফিরিয়ে নেবে।

গেইল বলেন, ‘আমরা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি এবং তৃতীয়বারের জন্য প্রস্তুতি নিচ্ছি। দল সামনের দিকে নজর রাখছে। এসব নেতিবাচক মন্তব্য দলে প্রভাব ফেলে। আমি কোনো সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে কিছু নেব না। অ্যামব্রোস আপনি আপনার কথা ফিরিয়ে নিন এবং ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করুন, ঠিক আছে?’