অঘটনের জন্ম দিতে পারে পাকিস্তান: ক্লুজনার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামি ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ভ???রতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেয়ার সামর্থ্য আছে পাকিস্তানের, এমনটাই বিশ্বাস ল্যান্স ক্লুজনারের।


দল হিসেবে পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী ভারত, এ কথা জানেন আফগানিস্তানের হেড কোচ ক্লুজনারও। তবুও পাকিস্তান যদি নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারে তাহলে ভারতকে হারানো অসম্ভব কিছু নয়, বিশ্বাস এই প্রোটিয়া কিংবদন্তির।


promotional_ad

ক্লুজনার বলেন, 'যদি ভারতের বাজে দিন কাটে এবং পাকিস্তান নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে তারা অবশ্যই অঘটনের জন্ম দিতে পারে।'


কিংবদন্তি এই অলরাউন্ডার আরো বলেন, 'আমি মনে করি, পাকিস্তানের মতো দলের জন্য ভারতের অস্ত্রভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ। আমরা এটাও জানি, পাকিস্তান কতটা আনপ্রেডিক্টেবল এবং মাঝেমধ্যে তাদের খেলা কতটা রোমাঞ্চকর হয়! তাই আগ থেকেই কিছু বলে দেয়া কঠিন। তবে পাকিস্তানের দিন ভালো গেলে যেকোনো দলকেই তারা হারাতে পারে।'


বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দল একে অপরের মোকাবেলা করেছে সাতবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারত।


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি অবশ্য শুরুতে টাই হয়েছিল। ম্যাচটি বল-আউটে গড়ালে শেষ পর্যন্ত জিতে যায় ভারত। এবার ভারতকে হারাতে হলে রীতিমত ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball