আইপিএল

ডি ভিলিয়ার্সকে ছেড়ে দেবে বেঙ্গালুরু!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:05 বুধবার, 13 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ের লিগের (আইপিএল) আগামী আসরে এবি ডি ভিলিয়ার্সকে ছেড়ে দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এমনটাই আশঙ্কা গৌতম গম্ভীরের। ইনফর্ম গ্লেন ম্যাক্সওয়েলকে দলে রাখতেই ডি ভিলিয়ার্সকে ছেড়ে দেবে বেঙ্গালুরু, যুক্তি গম্ভীরের।

২০১১ সালে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। এরপর দলটির 'ঘরের ছেলে' বনে যান তিনি। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকদেরও একজন তিনি। তবে এবারের আসরে খুব একটা সুবিধা করতে পারেননি ৩৭ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান।

এবার সবমিলিয়ে ১৫ ম্যাচে তিনি করেছেন ৩১৩ রান। অন্যদিকে দলটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল ব্যাটে-বলে বাজিমাত করেছেন। ১৫ ম্যাচে ৫১৩ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।

ডি ভিলিয়ার্সের বয়স আর ফর্ম বিবেচনায় ঢের এগিয়ে ম্যাক্সওয়েল। আর সামনের আসরে মেগা নিলামে খুব বেশি ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই গম্ভীর মনে করেন, সবমিলিয়ে বেঙ্গালুরু ছেড়ে দিতে পারে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ককে।

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার গম্ভীর বলেন, ‘আমি মনে করি, বেঙ্গালুরু পরের আসরে ডি ভিলিয়ার্সকে ছেড়ে দিতে পারে। কারণ, তারা গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়তে চাইবে না।’

বেঙ্গালুরু মেগা নিলামে তিন জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেলে বিদেশি ম্যাক্সওয়েলের পাশাপাশি ধরে রাখবে সদ্য বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি এবং স্পিনার যুবেন্দ্র চাহেলকে এমনটাই মনে করেন গম্ভীর।