ভারতীয় ক্রিকেট

বিশ্বকাপে পারিশ্রমিক নেবেন না ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:38 বুধবার, 13 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করলেও কোনো পারিশ্রমিক নেবেন না মহেন্দ্র সিং ধোনি। এমনটা নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

পিটিআইকে সৌরভ বলেন, 'ভারতের মেন্টর হিসেবে কাজ করলেও ধোনি কোনো পারিশ্রমিক নেবে না।'

ভারতের ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য বিরাট কোহলি-রোহিত শর্মাদের টি-টোয়েন্টি মিশনে রাখা হয়েছে ধোনিকে। দলের লিডারশিপ গ্রুপ ও ক্রিকেটারদের সঙ্গে ধোনির সুসম্পর্ক থাকায় এই সিদ্ধান্ত নিতে কোনো বেগ পেতে হয়নি বিসিসিআইকে।

টি-টোয়েন্টি সংস্করণে ভারতের সফলতম অধিনায়ক ধোনি। দলকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেন তিনি। এই সংস্করণে ৭২ ম্যাচে নেতৃত্ব ৪১টি'তে জিতিয়েছেন তিনি। দেশের হয়ে কিংবদন্তি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৯৮ ম্যাচ খেলছেন। তাঁর চাইতে বেশি খেলেছেন কেবল রোহিত শর্মা।

টি-টোয়েন্টি ছাড়াও ভারতকে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ধোনি। তিনিই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সবগুলো ট্রফিই জিতেছেন।

ভারতের হয়ে ৯০টি টেস্ট ও ৩৫০টি ওয়ানডে খেলা ধোনি গত বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। এখনো চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন তিনি। দলকে এই মৌসুমের ফাইনালেও তুলেছেন ভারতের ক্রিকেটের এই মহাতারকা।