শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরছেন ম্যাথুস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:08 মঙ্গলবার, 12 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বোর্ডের ওপর অভিমান করে শ্রীলঙ্কার ক্রিকেট থেকে স্বেচ্ছায় দূরে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে সেই অভিমান ভুলে আবার ক্রিকেটে ফিরছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

চলতি বছরের শুরুর দিকে ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেই সঙ্গে ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়াতেও পরিবর্তন এনেছিল তাঁরা।

এরপরই দলের সিনিয়রদের ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বোর্ডের।  শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ হলেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

মাঝের সময়টায় গুঞ্জন ওঠেছিল অবসরে যেতে পারেন ম্যাথুস।  এদিকে সময় গড়ার সঙ্গে সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের প্রতি দৃষ্টি ভঙি বদলাতে শুরু করেছে বোর্ড। যার শুরুটা হয়েছে দীনেশ চান্দিমালকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরানো দিয়ে।

ক্রিকইনফোর দাবি, শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরতে ইতোমধ্যে বোর্ডকে মেইল পাঠিয়েছেন ম্যাথুস। যদিও বোর্ড এবং ম্যাথুস এ নিয়ে কিছু বলেননি। তবে অভিমান ভেঙে ফিরলে বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলতে দেখা যেতে পারে ম্যাথুসকে।