promotional_ad

নারিন-সাকিবদের বোলিংয়ের প্রশংসায় কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সুনীল নারিন, সাকিব আল হাসান ও বরুন চক্রবর্তীদের অসাধারণ পারফরম্যান্সে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। এলিমিনেটর ম্যাচ শেষে প্রতিপক্ষ স্পিনারদের প্রশংসা করতে ভুল করেননি কোহলি।


ম্যাচটিতে সাকিব চার ওভারে ২৪ রান দেন। বরুন চার ওভারে খরচ করেন ২০ রান। এই দুজন উইকেটশুন্য থাকলেও চার ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট নেন নারিন।


promotional_ad

কলকাতার স্পিনারদের ত্রিমুখী আক্রমণের ফলেই গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু সাত উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। এই লক্ষ্য ১৯.৪ ওভারেই অতিক্রম করে কলকাতা।


ম্যাচ শেষে কোহলি বলেন, 'আমরা শেষ ওভার পর্যন্ত লড়াই করেছি। সুনীল একজন অসাধারণ বোলার, সে আজও তা প্রমাণ করেছে। সাকিব, বরুন ও সে চাপ সৃষ্টি করেছে। মাঝের ওভারগুলোতে তারা আমাদের ব্যাটসম্যানদের আক্রমণাত্মক খেলার সুযোগ দেয়নি।'


বেঙ্গালুরুর অধিনায়ক আরও বলেন, 'মাঝের ওভারগুলোতে তাদের স্পিনাররা রাজত্ব করেছে। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। তারা কঠিন জায়গায় বল ফেলেছে এবং উইকেট নিয়েছে। আমাদের শুরুটা দারুণ ছিল। ম্যাচে ওরা দারুণ বোলিং করেছে, আমরা খারাপ ব্যাটিং করিনি। এই জয় এবং পরের রাউন্ডে যাওয়া তাদের প্রাপ্য।'


১৩ অক্টোবর আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে কলকাতা। এই ম্যাচের জয়ী দল ১৫ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball