promotional_ad

বিশ্বকাপেও তিন নম্বরে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী মার্শ

সংগৃহীত
promotional_ad

 || ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল নিয়ে খেলেনি অস্ট্রেলিয়া। ছিলেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সয়েলরা। আর তাদের অভাব দলটির ব্যাটিংয়ে ফুটে উঠেছিল স্পষ্টভাবে। দুটি সিরিজেই টি-টোয়েন্টি ফরম্যাটে ৪-১ এ হেরেছিল সফরকারীরা। তবে এই অপ্রাপ্তির মাঝেও অস্ট্রেলিয়ার বড় প্রাপ্তি ছিলেন মিচেল মার্শ।


ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশে তিন নম্বর পজিশনে অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলেছেন মার্শ। মোট ১০ ম্যাচে করেছেন ৩৭৫ রান। যেখানে ছিল ৪টি অর্ধশত রানের ইনিংস। এমনকি বাংলাদেশের কন্ডিশনে যেখানে অজি ব্যাটসম্যানরা উইকেটই বুঝতে পারেননি, সেখানে মার্শ ছিলেন আলাদা।


promotional_ad

এছাড়া মার্শ কাপেও তিনে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শ। সর্বশেষ ১০ ইনিংস এখন অবশ্য তার কাছে অতীত। এই অলরাউন্ডারের লক্ষ্য শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ।


তবে স্মিথ, ওয়ার্নাররা ফেরায় বিশ্বমঞ্চে ৩ নম্বরে তার ব্যাটিং করা নিয়ে রয়েছে সংশয়। মার্শ অবশ্য আত্মবিশ্বাসী, টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনে খেলবেন। 


মার্শ বলেন, 'আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্বরে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু আমাদের স্কোয়াডটা এতোই শক্তিশালী যে তিন থেকে সাত নম্বরে যে কেউ খেলতে পারে, এমনকি পারফর্মও করতে পারে।'


'এখন আরেকটা বিষয় আছে, অনেককিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর। দল যাকে ভালো মনে করবে সেই যাবে তিনে। আমি মনে করি, সুযোগ পেলে নিজের সেরাটাই দিব। তবে দলের স্বার্থে অনেক কিছুই মানিয়ে নিতে হবে। কারণ আমি ছাড়াও দলে অনেক ভালো ক্রিকেটার আছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball