আইপিএল

আইপিএলে কম খেলার প্রভাব বিশ্বকাপে পড়বে না: সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:13 শুক্রবার, 08 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ হয়েছে সাকিব আল হাসানের। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ সেভাবে না পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি নেই তার, এমনটাই দাবি করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কলকাতার হয়ে শেষ চার ম্যাচে খেলতে পারেননি দলটির অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এর মধ্যে শেষ দুই ম্যাচে রাসেলের বদলি হিসেবে খেলেন সাকিব। শেষ দুই ম্যাচের একটিতেও ব্যাটিং করেননি তিনি।

তবে বল হাতে নিজের অভিজ্ঞতার মূল্য দিয়েছেন সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২০ রান খরচায় এক উইকেট নেন তিনি। এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক ওভার বোলিং করে এক রান খরচায় এক উইকেট নেন তিনি। এই দুটো ম্যাচ জিতে প্লে-অফের পথে কলকাতা।

সাকিব বলেন, ‘হ্যাঁ, গত ১৫-২০ দিন আমার তেমন খেলা হয়নি। তবে এটা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। আমি কঠোর পরিশ্রম করছি। সুযোগ আসলে তা কাজে লাগাতে হবে। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি, তা-ই হয়েছে।’

কিছুদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছেন সাকিব। বল হাতে দুই সিরিজে নয় ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১১ উইকেট। ব্যাট হাতে মন্থর উইকেটে নয় ম্যাচে করেন ১৫৯ রান।

সাকিব আরও বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে টানা খেলছিলাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি ভালো সিরিজ কাটিয়েছি। এত ক্রিকেট খেলেছি যে এখন না খেলায় আর অস্বাভাবিক মনে হচ্ছে না।’