আইপিএল

চেন্নাইয়ে কারানের বদলি ড্রেকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:25 বৃহস্পতিবার, 07 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরিতে পড়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল) শেষ স্যাম কারানের। ইংলিশ এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে তার বদলি হিসেবে চেন্নাই সুপার কিংস দলে ভিড়িয়েছে ডমিনিক ড্রেকসকে।

আরব আমিরাত পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার পরই ইনজুরিতে পরেন কারান। তবে এই পর্বে তার পারফরম্যান্সও সন্তুষ্ট হওয়ার মতো ছিল না। দুই ম্যাচে বল হাতে ছিলেন বেশ খরুচে। পাশাপাশি ব্যাট হাতেও নিষ্প্রভ ছিলেন তরুণ এই অলরাউন্ডার।

সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলার সময় বোলিং করতে গিয়ে ব্যাথা পান তিনি। তাছাড়াও দেখা দেয় পিঠের পুরোনো ইনজুরি। সবমিলিয়ে এবারের আইপিলে আর মাঠে নামা হচ্ছে না তার। পাশাপাশি খেলতে পারবেন না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

কারানের অনুপস্থিতিতে সুযোগ মিলেছে ড্রেকসের। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও ইতোমধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন ঘরোয়া আসর আর ফ্র্যাঞ্চাইজি লিগে। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) বল হাতে দুর্দান্ত ছিলেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

সিপিএলের এবারের আসরে সেন্ট কিট এন্ড নেভিসের হয়ে ১১ ম্যাচে শিকার করেছিলেন ১৬ উইকেট। এমন পারফরম্যান্সের পরই মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে সুযোগ মিলে আইপিএলের আরব আমিরাত পর্বে। আর এবার চেন্নাইয়ের হয়ে ডাক পেয়েছেন মূল স্কোয়াডে।

সবমিলিয়ে ড্রেকসের ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলছেন ১৯ টি। যেখানে ২১.৮৫ গড়ে ১৫৩ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২০ উইকেট। আর তার ইকোনোমি ৮.৯৭।