ডিপিএল

ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে সফল সাকিব, শেখ জামালের দারুণ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:23 বুধবার, 20 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন নুরুল হাসান সোহান। ৩১*, ৮০ ও ১০১ রানের পর সিটি ক্লাবের বিপক্ষে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছেন শেখ জামালের ৪০ রানের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। অবশ্য ম্যাচটিতে সবার বাড়তি মনোযোগ ছিল সাকিব আল হাসানের কারণে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলেননি সাকিব। টেস্ট সিরিজেও নেই এই অলরাউন্ডার। এই ফাঁকা সময়ে ডিপিএলে খেলতে নেমেছেন তিনি। অবশ্য এই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। তবে বল হাতে চমক দেখিয়েছেন তিনি।

খেলেছেন ১৪ বলে ১৯ রানের ইনিংস। অবশ্য সোহানের সঙ্গে এই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ইয়াসির আলী রাব্বিও। তিনি ৫৭ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন। মূলত সোহান ও রাব্বির ব্যাটে ভর করেই আগে ব্যাট করে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের পুঁজি পায় শেখ জামাল।

সিটি ক্লাবের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ইফরান হোসেন, সোহেল রানা, মেহেদী হাসান, রাফসান মাহমুদ ও মইনুল হাসান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল সিটি ক্লাব। সেই চাপ থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শাহরিয়ার কমল। ৩৬ বলে ৩৫ রান আসে সাদিকুর রহমানের ব্যাট থেকে। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে এদিন সফল হয়েছেন সাকিব। ৭ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন এও বাঁহাতি স্পিনার।

তিনটি উইকেট পেয়েছেন রিপন মন্ডলও। ৬ ওভারে তিনি খরচা করেন ৩৭ রান। দুটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। আর একটি উইকেট পেয়েছেন সাইফ হাসান। এবারের ডিপিএলে চারটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে সোহান-সাকিবদের দল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন তিন নম্বরে।