পাকিস্তান ক্রিকেট

আইসিসির টাকার ওপর আর নির্ভর হতে চান না রমিজ রাজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:13 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পর্যাপ্ত বিনিয়োগের অভাবে পাকিস্তানের ক্রিকেট অনেক পিছিয়ে আছে বলে দাবি করেছেন রমিজ রাজা। তিনি মনে করেন দেশের ক্রিকেটের উন্নতির জন্য শক্তিশালী একটি আর্থিক ব্যাবস্থা গড়ে তোলা প্রয়োজন।

পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, পাকিস্তান এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অর্থের ওপর অনেককাংশে নির্ভরশীল। তিনি এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে আইসিসির অর্থের দিকে চেয়ে থাকতে হবে না।

রমিজ বলেছেন, 'আমাদের দল যদি বিশ্বসেরা হয় তাহলে বিদেশি দলগুলো পাকিস্তানে আসার ব্যাপারে না করতে পারবে না এবং দেশেই খেলবে। এখন আমাদের ক্রিকেট অনেকাংশেই আইসিসির অর্থের ওপর নির্ভরশীল এবং আমি যখন হিসাব নিকাশ দেখি খুবই ভয় হয় যে স্থানীয় উদ্যোক্তাদের অবদান খুবই কম।'

করোনার কারণে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে পিসিবি। এর ফলে অনেক স্পন্সরই মুখ ফিরিয়ে নিয়েছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের ক্রিকেটের পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে বলে মনে করেন রমিজ।

স্থানীয় উদ্যোক্তাদের এজন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রমিজ। তার মতে পর্যাপ্ত বিনিয়োগের অভাবেই প্রতিবেশী দেশগুলোর থেকে অনেকটাই পিছিয়ে আছে পাকিস্তান।

তার ভাষ্য, 'আমাদের একই জায়গায় থাকতে হবে। এটা জাতীয় চেতনার ব্যাপার। আপনি যদি আমাদের আর্থিক দিকগুলো বিবেচনা করেন তবে দেখতে পাবেন মাত্র ৫ শতাংশ পাই। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখবেন ওদের আরও অনেক বিনোয়োগ রয়েছে যে কারণে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে।'