ইংল্যান্ড- ভারত সিরিজ

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছেন, এমনটাই ভাববেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:01 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিজেদের কোচিং প্যানেলে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্ট না খেলেই ফিরে এসেছিল ভারত। এবার ম্যাচটি পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। অবশ্য ম্যাচটি হোক বা না হোক, রোহিত শর্মার চোখে সিরিজটি ২-১ ব্যবধানেই জিতে গেছে ভারত!

ম্যাচটি না হওয়ার কারণে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার কারণে ম্যাচটি পুনরায় আয়োজন করতে বেশ কয়েকদিন ধরেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল ইসিবি।

অবশেষে সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের গ্রীষ্মে আয়োজিত হবে পাঁচ ম্যাচ সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচটি। যদিও ম্যাচটি বিবেচনায় নেই রোহিত শর্মার। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে ভারত, এভাবেই বিবেচনা করতে চান সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক।

তিনি বলেন, 'শেষ টেস্ট ম্যাচে কী হয়েছিল আমি তা জানি না। আমাদের সিরিজ জেতা হয়ে গেছে, অথবা আমরা ম্যাচটি পরবর্তীতে খেলব- যেটাই হোক না কেন, আমার চোখে আমরা সিরিজটি ২-১ ব্যবধানে জিতে গেছি। আমি এটাকে এভাবেই দেখব।'

ইংল্যান্ডের মাটিতে জো রুটদের বিপক্ষে শেষ টেস্টের আগে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বিরাট কোহলির দল। তবে ম্যানচেস্টার টেস্টের আগে প্রধান কোচ রবি শাস্ত্রীসহ কোচিং স্টাফের আরো কয়েকজন করোনায় আক্রান্ত হওয়া বাতিল হয়েছিল ম্যাচটি।

বিসিসিআই জানিয়েছিল, সেই টেস্টের পরিবর্তে পরবর্তীতে ইংল্যান্ডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলতে চায় ভারত। তবে টেস্টের পরিবর্তে টি-টোয়েন্টি খেলতে অপরাগতা প্রকাশ করেছিল ইসিবি। শেষ পর্যন্ত টেস্ট খেলতেই সম্মতি জানাল বিসিসিআই।