পাকিস্তান ক্রিকেট

আমিরকে মানসিক নির্যাতনের সংজ্ঞা দিতে বললেন ওয়াকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:14 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত বছরের ডিসেম্বরে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। তিনি সেই সময় জানিয়েছিলেন, তৎকালীন ম্যানেজমেন্টের অধীনে আর খেলতে চান না। প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওয়াকার। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন আমির কি মানসিক নির্যাতনের সংজ্ঞা নিতে পারবেন? এই ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমিরের এই বিষয়ে খোলাসা করা উচিত বলেও মনে করেন তিনি।

ওয়াকার বলেন, 'আপনি ভুল মানুষকে এ নিয়ে প্রশ্ন করছেন। সে কি বলতে পারবে মানসিক নির্যাতনের সংজ্ঞা কি? আমি মানসিক নির্যাতন নিয়ে কিছু জানি না। তার উচিত এই বিষয়ে বিস্তারিত খোলাসা করা।'

কদিন আগেই পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার পদত্যাগের ঘোষণা দিলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্তের কথা জানান আমির। তিনি জানিয়েছেন, জাতীয় দলের বাছাইয়ের জন্যও তৈরি তিনি।

আমিরের সঙ্গে ঝামেলার কথা অস্বীকার করলেও সাবেক পেসার শোয়েব আখতারকে ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে বসিয়ে রাখার কথা স্বীকার করেছেন ওয়াকার। তিনি জানিয়েছেন, দলের স্বার্থেই ওয়াহাব রিয়াজকে খেলানো হয়েছিল। সেই ম্যাচে এই পেসার ৫ উইকেট তুলে নিলেও পাকিস্তান ম্যাচ হেরেছিল ২৯ রানে।

এ প্রসঙ্গে ওয়াকার বলেন, 'স্কোয়াড ছিল ১৫-১৬ জনের এবং প্রত্যেকেই দলের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে তার পারফরম্যান্স এবং অন্য ম্যাচগুলোতে গড়পড়তা ছিল। আমরা তার বদলি হিসেবে ওয়াহাব রিয়াজকে খেলিয়েছিলাম এবং সে পাঁচ উইকেটও নিয়েছিল। আমার মনে হয় সে দারুণ বোলিং করেছিল।'