বাংলাদেশ ক্রিকেট

যে কোনো উইকেটেই ভালো করতে প্রস্তুত নাসুম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:24 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট যেমনই হোক, দলের হয়ে ভালো ফলাফল আনতে দৃঢ়প্রতিজ্ঞ নাসুম আহমেদ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে আছেন এই বাঁহাতি স্পিনার।

অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন নাসুম। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। প্রতি সিরিজে আটটি, অর্থাৎ দুই সিরিজে দশ ম্যাচে নিয়েছেন ১৬টি উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য জানাতে গিয়ে নাসুম বলেন, 'আসলে এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নাই, ভালো করতে হবে যে কোনো উইকেটে। ভালো করার আশা বলতে... ভালো তো করতে হবে।'

তিনি আরও বলেন, 'ইনশাআল্লাহ্‌ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ্‌। মানিতে তো নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ঐরকমভাবে নিজেকে প্রকাশও করতে হবে।'

এদিকে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে অংশ নিয়েছেন নাসুমের দুই সতীর্থ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই দুই সতীর্থের অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন নাসুম।

তিনি বলেন, 'অবশ্যই ওরা ওইখানে অনেকদিন যাবত আছে। ওখানের উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা।'