আইপিএল

বেঙ্গালুরুর জয়ে ভূমিকা রাখতে পেরে উচ্ছ্বসিত ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:48 বৃহস্পতিবার, 30 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবারের (২৯ সেপ্টেম্বর) ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে বড় অবদান ছিল শ্রীকর ভারতের। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে আনন্দিত তিনি। পাশপাশি জানিয়েছেন, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে এখনও শিখছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

রাজস্থানের বিপক্ষে তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলছেন ভারত। ছিলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। তিনি মনে করেন, আইপিএলে সফল হতে হলে অনুশীলনে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হয়।

ভারত বলেন, ‘দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি সত্যিই আনন্দিত। ভালো খেলতে হলে আপনাকে এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যেখানে বোলাররা ফিল্ডিং অনুযায়ী বোলিং করবে এবং আপনাকে ফাঁকা জায়গা বের করে রান করতে হবে।’

৪৪ রানের ইনিংস খেলার পথে ম্যাক্সওয়েলের সঙ্গে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েছিলেন ভারত। যা দলের জয়ে বেশ কার্যকরী ছিল। তার মতে, ম্যাক্সওয়েল অনেক পরিশ্রমী ক্রিকেটার। যা অন্যদের জন্য শিক্ষণীয় হতে পারে।

তিনি বলেন, ‘আমি এবং ম্যাক্সওয়েল ব্যাটি করার সময় আলোচনা করেছি এবং আমরা শুধু দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করার চেষ্টা করেছি। ম্যাক্সওয়েল একজন অসাধারণ ব্যাটসম্যান যে কঠোর পরিশ্রম করে, এটা অবশ্যই যে কারো জন্য শিক্ষণয়ী। শুধুমাত্র অধিনায়ক না, অন্যান খেলোয়াড় থেকেও আপনি সাহায্য নিতে পারেন।’

বেঙ্গালুরুতে ভারত সতীর্থ হিসেবে পেয়েছেন হালের অন্যতম সেরা দুই ক্রিকেটার বিরাট কোহলি ও এভিডি ভিলিয়ার্সকে। তিনি বলেন, ’ক্রিকেটে পরিস্থিতি বুঝে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় এটা কোহলি বা ডি ভিলিয়ার্সের থেকে আপনি শিখতে পারেন।’