আইপিএল

রাসেলের চোট নিয়ে কলকাতার উদ্বেগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:10 সোমবার, 27 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। হারের ম্যাচে দলটি আরেকটি দুঃসংবাদ পেয়েছে। চেন্নাইয়ের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছেন দলটির নির্ভরযোগ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এই ক্যারিবীয় অলরাউন্ডারের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার মেন্টর ডেভিড হাসি। তিনি জানিয়েছেন, রাসেলের চোট নিয়ে এখনই কোনো কিছু বলতে পারছেন না। যদিও তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা নিশ্চিত করেছেন সাবেক এই অজি ক্রিকেটার। 

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের পর হাসি বলেছেন, ‘আসলে এখনই এসব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। সে তার হ্যামস্ট্রিংয়ে সমস্যার কথা বলেছিল। আমাদের সেরা মেডিক্যাল স্টাফরা আছেন, আশা করছি, তেমন গুরুতর কিছু নয়।’

চেন্নাইয়ের ইনিংসের ১৭তম ওভারে মিড উইকেটে ফিল্ডিং করছিলেন রাসেল। সীমানায় দারুণ দক্ষতায় একটি বাউন্ডারি ফেরালেও পায়ে ব্যথা অনুভব করেন তিনি। সে সময় এগিয়ে আসেন কলকাতার মেডিক্যাল স্টাফরাও।

এই চোটের পর বোলিং কোটাও পূরণ করতে পারেননি রাসেল। তিনি না থাকায় প্রসিদ্ধ কৃষ্ণকে ১৯তম ওভারে বোলিংয়ে নিয়ে আসেন ইয়ন মরগান। যদিও সেই ওভারে ২২ রান খরচা করলে কলকাতা ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেয়।

সেই পরিকল্পনা প্রসঙ্গে হাসি বলেন, ‘হ্যাঁ, তখন রাসেলের আরও এক ওভার বাকি ছিল। কিন্তু ওই পরিস্থিতিতে ও বোলিংয়ে আসবে কিনা, তা কেউই জানতো না। প্রসিদ্ধও সম্প্রতি ডেথ ওভারে ভালো বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই পরিকল্পনায় তাকে নিয়ে আসা হয়েছিল। দুর্ভাগ্যবশত সে জাদেজার কাছে মার খেয়েছে। তবে আশা করছি কৃষ্ণা ঘুরে দাঁড়াবে।’