আইপিএল

আইপিএলে আবারো করোনার হানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:10 বুধবার, 22 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারো করোনার থাবা। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় পর্বের চতুর্থ ম্যাচের আগে থাঙ্গারাসু নটারাজানের শরীরে করোনা ভাইরাসের অস্তীত্ব ধরা পড়ে।

আজ (২২ সেপ্টেম্বর) দিল্লী ক্যাপিটেলসের বিপক্ষে মাঠে নামার কথা আছে সানরাইজার্স হায়দরাবাদের। নটারাজান করোনা আক্রান্ত হলেও ম্যাচটি ঠিক সময়ে অনুষ্ঠিত হবে।

তার সংস্পর্শে আসায় হায়দরাবাদের ৬ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এ ছাড়া নাটারাজানকে স্কোয়াডের বাইরে রেখে তাকেও আলাদা আইসোলেশনে রাখা হয়েছে।

একই সঙ্গে হায়দরাবাদের বাকি ক্রিকেটারদেরকেও করোনা পরীক্ষা করা হয়। যেখানে সবারই করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তারা লিখেছে, 'পিসিআর টেস্টের মাধ্যমে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় থাঙ্গারাসু নাটারাজানের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

তারা আরো লিখেছে, 'এ ছাড়া মেডিকেল দল নাটারাজানের সংস্পর্শে আসা ৬ ক্রিকেটারকে আইসোলেশনে রেখেছে। এরই প্রেক্ষিতে আজ দিল্লির বিপক্ষে ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।'

আইসোলেশনে থাকা হায়দরাবাদের ৬ ক্রিকেটার হলেন, বিজয় শঙ্কার (ক্রিকেটার), বিজয় শঙ্কর (ম্যানেজার), শ্যাম সুন্দর (ফিজিওথেরাপিস্ট), অঞ্জনা ভেন্নন (ডাক্তার), তুষার খেদকার (লজিস্টক ম্যানেজার), পেরিস্মামি গানেসন (নেট বোলার)