পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানে ‘বি’ দল পাঠাতে চেয়েছিল বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:18 মঙ্গলবার, 21 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

১৮ বছর পর পাকিস্তান সফরে গেলেও নিরাপত্তাজনিত কারণে সিরিজ না খেলেই দেশে ফেরে নিউজিল্যান্ড। হুমকির বার্তার কথা জানালেও নির্দিষ্ট কোন ব্যাখ্যা বা প্রমাণ দিতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কিউইদের মতো নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করেছে ইংল্যান্ড।

পাকিস্তানে ক্রিকেট চালু রাখতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁদের আমন্ত্রণে সাড়াও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তানে বি দল পাঠাতে চেয়েছিল বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবিরি চেয়ারম্যান রমিজ রাজা। তবে সিরিজ আয়োজনে তাড়াহুড়ো করতে চায় না পিসিবি।

এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় রমিজ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট যেমন আছে তেমনভাবেই চলতে থাকবে, বেঁচে থাকবে। এইখানে ক্রিকেটের উৎসব আবারও ফিরবে। হ্যাঁ, আমাদের হাতে অপশনও ছিল- জিম্বাবুয়ে আসার জন্য প্রস্তুত ছিল, বাংলাদেশও তাঁদের দ্বিতীয় সারির দল পাঠাতে প্রস্তুত ছিল।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এই মুহূর্তে মরিয়াভাবে কোন কাজ করতে চাই না। মান-সম্মান নিয়েই ক্রিকেট খেলব এবং দলগুলোকে এখানে আমন্ত্রণ জানাব। এর মাধ্যমে শিক্ষাও নিব এবং এগিয়েও যাব।’

বর্তমানে সিরিজ আয়োজনে তাড়াহুড়ো না করলেও পাকিস্তানের লক্ষ্য মাঠের ক্রিকেট দিয়ে প্রতিশোধ নেয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে একই গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। পিসিবির চেয়ারম্যান রমিজ জানিয়েছেন, শুধু ভারত নয় এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড-ইংল্যান্ডও তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী।

রমিজ বলেন, ‘আমরা বিশ্বকাপে যাব এবং সেখানে আগে লক্ষ্য ছিল একটি দল, আমাদের প্রতিবেশিরা (চিরপ্রতিদ্বন্দ্বী ভারত), সেখানে এখন আরও দুটি দল যুক্ত হলো-নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। এখান থেকে শক্তিও মিলবে এবং একটা মানসিকতাও গড়ে তুলতে হবে যে, ‘তোমরা আমাদের সঙ্গে ঠিক কাজ করোনি, আমরা তোমাদের কাছে হারব না।’ মাঠের ক্রিকেটেই প্রতিশোধ নিতে হবে।’