বাংলাদেশ ক্রিকেট

মুশফিকের ফর্ম নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:05 রবিবার, 19 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। নিজের ছন্দ ফিরে পেতে অক্লান্ত পরিশ্রম করলেও সেটা কাজে আসছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন উইকেটে খেলা হলেও দলের সেরা ব্যাটসম্যানের ফর্মে না থাকা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন মুশফিককে নিয়ে দুঃচিন্তার কথা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে মুশফিক নিজের পুরোনো আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে মনে করেন আকারাম। 

ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ ভালো করতে পারেননি মুশফিক। যেখানে কিউইদের বিপক্ষে ৫ ম্যাচ খেলে ১৩ গড় ও ৫২ স্ট্রাইক রেটে করেছেন মোটে ৩৯ রান। টি-টোয়েন্টিতে সর্বশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০১৯ সালের নভেম্বরে। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি পাওয়ার পর থেকেই টি-টোয়েন্টিতে নিষ্প্রভ মুশফিকের ব্যাট।

যেখানে ৯ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করে রান পেয়েছেন ৬০। যেখানে ৮ ইনিংসের তিনবার আউট হয়েছেন শূন্য রানে। তবে নিজের ফর্ম ফিরে পেতে ছুটি না কাটিয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ‘এ’ দলের হয়ে মুশফিকের জন্য কাজে দেবে বলে মনে করেন আকরাম।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘যারা নিয়মিত পারফর্ম করে ওদের ফর্মহীনতা তো দুশ্চিন্তারই। কারণ ওরা ভালো না করলে দলের পারফরম্যান্স ভালো হবে না। যারা দলে আছে ওরাও চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি, ওদের প্রস্তুত করে তোলার সুযোগ দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মুশফিকের জন্য ম্যাচগুলো (বাংলাদেশ ‘এ’ দল ও এইচপি দলের খেলা) এগিয়ে এনেছি যেন খেলতে পারে। ওখানে সৌম্যও খেলবে। খেলোয়াড়রা ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস বাড়বে। ইনশাআল্লাহ্‌ সব খেলোয়াড় পরীক্ষিত এবং আরব আমিরাতে ভালো করবে।’