promotional_ad

মিরপুরে ফিরেই তামিমের আগ্রাসী ব্যাটিং অনুশীলন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও ইনজুরি কাটিয়ে ওঠায় নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন তামিম ইকবাল। এই লক্ষ্যে রবিবার (১৯ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ওপেনার।


বেলা ১২ টায় মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করতে আসেন তামিম। আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালাতে দেখা যায় এই বাঁহাতি ব্যাটসম্যানকে। মাঠের চারপাশে দৃষ্টিনন্দন শটস খেলতে থাকেন তিনি। পুরো ৪০ মিনিটের অনুশীলন শেষে ড্রেসিং রুমে বিশ্রাম করতে যান তামিম।


promotional_ad

ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের জার্সিতে দেখা যাবে তামিমকে। দলটিতে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন তিনি।


লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য বিষয় মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেন তামিম। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দেখা যাবে না তাকে।


ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও খেলেননি বাংলাদেশের ওয়ানডে দলপতি। তবে ইপিএল দিয়ে আবারও দ্রুতই ক্রিকেট ফিরছেন দেশসেরা এই ওপেনার।


ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএলে বাদে এর আগে আইপিএলের দলে ডাক পেয়েছিলেন তামিম। পুনে ওয়ারিয়র্স তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও (এসএলপিএল) খেলেন তিনি।


আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে ইপিএলের এবারের আসরের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball