Connect with us

ভারতীয় ক্রিকেট

কোহলির অধীনেই বিশ্বকাপ জিতবে ভারত!


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। অর্থাৎ, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই টি-টোয়েন্টি সংস্করণে শেষবারের মতো দলকে নেতৃত্ব দেবেন কোহলি। বিদায়বেলা ভারতকে শিরোপা জেতাবেন কোহলি, প্রত্যাশা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লার।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় টি-টোয়েন্টি সংস্করণ থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। কোহলির নেতৃত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাও জানান শুক্লা।

তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে কোহলির অবদান অসামান্য। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা এটাকে সম্মান করি। আমরা আত্মবিশ্বাসী যে তার অধীনে ২০২১ সালে আমরা বিশ্বকাপ জিতব।'

এএনআইকে দেয়া শুক্লার বক্তব্যের অল্প কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের নেতৃত্ব ছাড়ার ঘটনাটি প্রকাশ করেন কোহলি।

এক বিবৃতিতে কোহলি লিখেন 'এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। আমি আমার কাছের মানুষদের সাথে অনেক আলোচনা করেছি। লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ রবি ভাই (রবি শাস্ত্রী) এবং রোহিতের সাথেও কথা বলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছি। সেক্রেটারি জয় শাহ, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও আমি এই ব্যাপারে কথা বলেছি।'

২০১৭ সালের জানুয়ারিতে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি। এরপর থেকে ভারতকে ৪৫টি টি-টোয়েন্টিতে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেখানে তার অধীনে ২৭টি ম্যাচে জয় পেয়েছে ভারত, হার ১৪টি ম্যাচে।

সর্বশেষ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে স্মিথকে দেখছেন না ওয়ার্ন

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

শেষ ওভারের রোমাঞ্চে হারল বাংলাদেশ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

ক্যাম্ফারের চারে চার, নেদারল্যান্ডের ১০৬

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

মালিকেই বাজি রাখছেন ওয়াসিম আকরাম

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

আইসিসি সভায় সবার সমর্থন চায় আফগানিস্তান

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

বাংলাদেশ কখনোই ম্যাচে ছিল না: নাফিস

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

প্রথম পর্বে দ্বিতীয় হলেও পাক-ভারতের গ্রুপেই পড়বে বাংলাদেশ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

গ্রেফতারের পর জামিনে ছাড়া পেলেন যুবরাজ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

দুই ঘণ্টা ব্যাটিং করে আপনি কোহলি হতে পারবেন না: তামিম

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

বিশ্বাসের ঘোড়ায় চড়ে স্কটল্যান্ডের বাংলাদেশ জয়

আর্কাইভ

বিজ্ঞাপন