বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

৬ বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:35 মঙ্গলবার, 14 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অক্টোবরের মাঝামাঝি মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের পরেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এর ফলে দীর্ঘ ৬ বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার স্বাদ পাবে টাইগাররা।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের। সেই সিরিজের পর বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। যদিও ক্রিকেটারদের আপত্তির মুখে সেবার পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ।

দুই বোর্ডের মধ্যে এ নিয়ে দ্বন্দ্বও হয়েছিল বেশ। অবশ্য ২০২০ সালে পাকিস্তান সফর করে বাংলাদেশ সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগায়। এর ফলে পাকিস্তান দলেরও বাংলাদেশে আসতে কোনো সমস্যা নেই। বাংলাদেশের সেই সফরটি পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সেই কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানও। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। এই সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। যদিও সিরিজ সূচি এখনও চূড়ান্ত হয়নি।

বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’

শুধু পাকিস্তানের বাংলাদেশ সফর নয়, বিসিবির নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও কথাবার্তা চালিয়ে যাচ্ছে। নিজামউদ্দিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।’

ঘরের মাঠে কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করে বেশ কয়েকটি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজও। যেকোনো দল এমন উচ্চ মানের জৈব সুরক্ষা বলয় দেখে আগ্রহ প্রকাশ করবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।’