ভারতীয় ক্রিকেট

রাহানের বিকল্প হিসেবে পাঁচে পান্তকে দেখছেন চ্যাপেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:57 রবিবার, 12 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়াতে দলকে সিরিজ জেতাতে বড় ভূমিকা পালন করলেও ইংল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ আজিঙ্কা রাহানে। বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এমনকি অনেকে ভারতের একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলছেন।

ইয়ান চ্যাপেল অবশ্য একধাপ এগিয়ে রাহানের বিকল্পও ঠিক করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের মতে, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত বা হার্দিক পান্ডিয়াকে রাহানের বিকল্প হতে পারেন। এই তিনজনের মাঝে অবশ্য পান্তকে খানিকটা এগিয়ে রাখছেন তিনি।

চলতি বছর সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে ১১ ম্যাচে ১৯.৫৭ গড়ে ৩৭২ রান করেছেন রাহানে। যেখানে ১৯ ইনিংসে চারবার হাফসেঞ্চুরির দেখা পেলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। তিনি সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১৯ ইনিংস আগে। এমন পারফরম্যান্সের পর চ্যাপেল তাকে ভারতের একাদশে দেখতে চান না।

রাহানের বিকল্প প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘জাদেজা, ঋষভ পান্ত ও পান্ডিয়া মিডল অর্ডারে ভালো ব্যাটিং করে। পাশাপাশি অশ্বিন তাদের সহযোগিতা করতে পারবে। তিন পেসারও রান তোলায় অবদান রাখতে পারে। সবমিলিয়ে ব্যাটিং ইউনিট ভারসাম্যপূর্ণ হবে। এমন বৈচিত্রপূর্ণ ও দারুণ ব্যাটিং ইউনিট থাকলে আপনি রান তাড়ায় বাড়তি সুবিধা পাবেন।’

চ্যাপেল মনে করেন, আজিঙ্কার বিকল্প হিসেবে পাঁচ নম্বরে পান্ত বেশ কার্যকরী হতে পারেন। তার মতে, এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেন। যা এই পজিশনের একজন ব্যাটসম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে পারলে বোলাররা প্রতিপক্ষকে অল আউট করার বেশি সময় পায়। এটাই টেস্ট ম্যাচ জেতার সহজ সমীকরণ। মিডল অর্ডারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হয়। সামর্থ্য অনুযায়ী পান্ত এখানে এগিয়ে। ভারতের পাঁচ নম্বর পজিশনে ব্যাট করার মতো তার যথেষ্ট সামর্থ্য আছে।’