টি- টোয়েন্টি বিশ্বকাপ

সতীর্থদের জয়ের মানসিকতা তৈরি হওয়ায় স্বপ্ন দেখছেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 রবিবার, 12 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের পর ঘরের মাঠে টানা দুটি সিরিজ জয়ের কারণে মানসিকভাবে বেশ চাঙ্গা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টানা জয়ের মানসিকতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বেশ এগিয়ে রাখবে বলে উল্লেখ করেন সাকিব আল হাসান।

যদিও ম্যাচগুলো মিরপুরের মন্থর উইকেটে জিতেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের উইকেটে এ কারণে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ শুরুর ১৫-১৬ দিন আগে যাব, প্রস্তুতির যথেষ্ট সময় থাকবে। ঐ কন্ডিশন ও পিচের সাথে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাব। আমার মনে হয় না এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’

২০১৯ বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ ভালো না করলেও সেবার ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেছিলেন সাকিব। সেই আসরে ব্যাট হাতে ৬০৬ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর বোলিং ঘূর্ণিতে নিয়েছিলেন ১০টি উইকেট।

মাঠে নিজের জন্য নয়, মূলত দলের প্রয়োজনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যান বলেই জানিয়েছেন সাকিব। নিজের অর্জনের চাইতে দলের জয়ের পেছনের ভূমিকা রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। সে কারণে ব্যক্তিগত পারফরম্যান্সের চাইতে দলীয় পারফরম্যান্সই তার কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সাকিব।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘দেখুন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জন্য কতটা অবদান রাখতে পারছি, দলের জয়ের পেছনে কতটা ভূমিকা রাখতে পারছি। আমার মনোযোগ সব সময় এ রকমই ছিল, এ রকমই আছে, এ রকমই থাকবে। এটার কোনো পরিবর্তন নেই। সেটা যদি উইকেট না পেয়ে রান কম দিয়েও হয়, আমি খুশি থাকব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দলগত পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে অংশ নেবেন মুস্তাফিজুর রহমান ও সাকিব। বিষয়টিকে বাড়তি সুবিধা উল্লেখ করে সাকিব বলেন, ‘আশা করি সহায়তা করবে। আমরা যেহেতু ওখানে থাকব, ওই কন্ডিশনের সাথে প্রতিদিন আমাদের দেখা হবে, আমরা ম্যাচও খেলব। এই অভিজ্ঞতা আমরা দলের সাথে ভাগাভাগি করতে পারব। আমি পারব, মুস্তাফিজও পারবে।’