ভারতীয় ক্রিকেট

আইপিএল পারফরম্যান্সের কারণেই বিবেচনায় অশ্বিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:58 শুক্রবার, 10 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত ৮ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে সবচেয়ে বড় চমক চার বছর পর রবিচন্দ্রন অশ্বিনের জাতীয় দলে ফেরা।

সর্বশেষ ২০১৭ সালে ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন অশ্বিন। কিন্তু এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর ভাগে বল হাতে দারুণ পারফর্ম করেছেন। সেই সুবাদেই এবার জায়গা করে নিয়েছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক চেতন শর্মা বলেছেন, আমিরাতের কন্ডিশন আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে অশ্বিনকে।

অশ্বিন প্রসঙ্গে চেতন বলেন, ‘আপনি দেখেন অশ্বিন আইপিএলে নিয়মিত খেলছে এবং দারুণ পারফর্ম করছে। বিশ্বকাপে আমাদের তার মতো একজন অফ স্পিনার দরকার। ধারণা করা হচ্ছে, আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ায় বিশ্বকাপের উইকেট কিছুটা মন্থর গতির হবে যা স্পিনারদের বাড়তি সুবিধা দিবে।’

তিনি আরও বলেন, ‘দলে একজন অফ স্পিনার রাখা প্রয়োজন। আর ওয়াশিংটন সুন্দর ইনজুরিতে থাকায় অশ্বিন আমাদের জন্য অপরিহার্য ক্রিকেটার। তাছাড়াও তার আইপিএলের ফর্ম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট।’

এ দিকে ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানের। যদিও গত আগস্টে শ্রীলঙ্কা সফরে ভারতের নেতৃত্বের দায়িত্বে ছিলেন অভিজ্ঞ এই ওপেনার। দলের প্রধান নির্বাচক বলছেন, দলের প্রয়োজনে তাকে রাখা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে তবে শীঘ্রই ফিরবেন জাতীয় দলে।

ধাওয়ান প্রসঙ্গে চেতন বলেন, ‘শিখর ধাওয়ান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন খেলোয়াড়, শ্রীলঙ্কা সিরিজে সে অধিনায়ক ছিল। আমাদের মধ্যে যা আলোচনা হয়েছে তা বিস্তারিত বলতে পারছি না। সে আমাদের বিবেচনার মধ্যেই আছে। কিন্তু দলের প্রয়োজনে আমরা ধাওয়ানকে বিরতি দিয়েছি। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং শীঘ্রই আবারও দলে ফিরবে।’