পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানের স্কোয়াডে নেই ওপেনার, বিস্মিত আকিব জাভেদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:25 মঙ্গলবার, 07 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ইনফর্ম ওপেনার ফখর জামান না থাকায় বিস্মিত হয়েছেন আকিব জাভেদ। দলটির বিশ্বকাপ স্কোয়াডে বিশেষজ্ঞ কোনও ওপেনার নেই বলেও মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি এই পেসার।

পাঁচজন ব্যাটসম্যান, দু'জন উইকেটরক্ষক ব্যাটসম্যান, চারজন অলরাউন্ডার ও চারজন পেসার রাখা হয়েছে পাকিস্তানের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। অবশ্য স্কোয়াডে না থাকলেও তিনজনের রিজার্ভ তালিকায় আছেন বাঁহাতি ওপেনার ফখর।

আকিব জাভেদ বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে ফখর জামান একজন ম্যাচজয়ী ক্রিকেটার। তাকে দলে রাখা দরকার ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে কোনও বিশেষজ্ঞ ওপেনার নেই।'

পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেসের ওপর আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন আকিব জাভেদ। তাঁর মতে, বড় দলগুলোকে হারাতে হলে ভালোমানের ফিটনেসের বিকল্প নেই ক্রিকেটারদের।

আকিব জাভেদ আরও বলেন, 'যেখানে আজম খানের ফিটনেস ওরা বিবেচনা করতে পেরেছে সেখানে ফখর জামানকেও রাখা দরকার ছিল। পাকিস্তান যদি সেরা দলগুলোর বিপরিতে জিততে চায় তাহলে তাদের ফিটনেসের মান বাড়াতে হবে। তারা যদি ফিটনেসকে মূল্যায়ন না করে তাহলে সেই ঐতিহ্যকেও হারাতে হবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব থেকে খেলতে যাওয়া দুটি দলের বিপক্ষে খেলবে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের যাত্রা শুরু করবে বাবর আজমের দল।

পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।

রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।