বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

নো বলের পরও মুস্তাফিজের ওপর আস্থা ছিল মাহমুদউল্লাহর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:39 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

উইকেট বিবেচনায় শেষ ওভারে ২০ করা নিউজিল্যান্ডের জন্য বেশি খানিকটা কঠিন ছিল। তবে মুস্তাফিজুর রহমানের নো বলে ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল কিউইদের পক্ষে। যদিও সেই ম্যাচ জয়ের সমীকরণ মেলাতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।

শেষ ওভারে ১৫ রান দিলেও বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মু্স্তাুফিজ। ২০তম ওভারের পঞ্চম বলে নো দেয়ার পরও মুস্তাফিজের ওপর আস্থা ছিল বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে শেষ দিকে নিজের স্নায়ু চাপ দারুণভাবে সামাল দিতে পারায় বাঁহাতি এই পেসারকে নিয়ে খুশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টিতে এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবেই। এমন ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। যেভাবেই হোক না কেন, জয়টাই মুখ্য। বিশেষ করে মুস্তাফিজ, সে স্নায়ুর চাপ ভালো সামাল দিয়েছে। ম্যাচটা ওদের খুব কাছে চলে গিয়েছিল ওই নো বলটার কারণে। আমার অবশ্য মুস্তাফিজের ওপর আস্থা ছিল এবং দলের জন্য পারফর্ম করেছে।’

অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও বল হাতে দারুণ করছেন শেখ মেহেদি হাসান। এদিন পুরো ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। সেই সঙ্গে টম ব্লান্ডেল এবং হেনরি নিকোলসের মতো গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন। 

শুরুর দিকে উইকেট নেয়ার সঙ্গে মিতব্যয়ী বোলিংয়ে বেশ পারদমর্শী তিনি। মেহেদির বোলিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মেহেদি ধারাবাহিকভাবেই দারুণ বোলিং করছিল। প্রতি ম্যাচেই ইনিংসের শুরু করছে সে। দলকে দ্রুতই ব্রেক থ্রু এনে দিচ্ছে। রান কম দিচ্ছে। আজ উইকেটও পেয়েছে।’

গেল কয়েক বছরে টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও চলতি বছর এই ফরম্যাটে দারুণ করছে বাংলাদেশ। সর্বশেষ ৯ ম্যাচের আটটিতেই জয় পেয়েছে মাহমুদউল্লার দল। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দাবি, টাইগাররা এই ফরম্যাটেও ভালো দল।

তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে আমরা এই সংস্করণের ভালো দল। আমাদের ওই আত্মবিশ্বাসটা দরকার ছিল। এখন দলকে জেতাতে পারছি, এটা অবশ্যই খুশির ব্যাপার।’