টি- টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ শুরুর আগেই ভারতকে বাবরের হুংকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:14 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামি ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আরব আমিরাতের সেই ম্যাচে ভারতকে হারিয়ে যাত্রা শুরু করতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দল একে ওপরের মোকাবেলা করেছে সাতবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেরেছে ভারত।

এবার ভারতকে হারাতে হলে রীতিমত ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য সভাপতি রমিজ রাজার সঙ্গে বৈঠক শেষে সেই আশাই ব্যক্ত করেছেন বাবর।

তিনি বলেন, 'আমি মনে করি, বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান থেকে ভারত অনেক বেশি চাপে থাকবে। ভারতকে হারিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে চাই।'

বিশেষত, সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলা হওয়াতে আশার আলো দেখছেন বাবর। ২০০৯ সালে নিজেদের দেশে বোমা হামলায় ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকে আরব আমিরাতকে হোম ভেন্যু বা ঘরের মাঠ হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।

বাবর আরও বলেন, 'আরব আমিরাতের ভেন্যুতে আমরা যখন খেলি, তখন মনে হয় আমরা আমাদের নিজেদের মাটিতে খেলছি । মাঠে আমরা আমাদের শতভাগ দিতে চাই।'